• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০

আটোয়ারীতে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ উদ্বোধন

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলতি বছরে আলু সংরক্ষণে সাইয়ান কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এই কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। পরে কোল্ড স্টোরেজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও রাসেদুল হাসান, সাইয়ান কোল্ড স্টোরেজের এমডি সামসুজ্জোহা আর আহাম্মেদ।
পরে আলোচনা শেষে উপজেলার আলু চাষিরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন। জানা গেছে, প্রতি মৌসুমে ৫ হাজার টন আলু সংরক্ষণ করা যাবে এই কোল্ড স্টোরেজে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com