• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬

আগের মতই

প্রতিনিধি: / ৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ডি, সি, মন্ডল
আগের মতই নেই তো মানুষ
মানুষ মমতা দানে,
এখন সকল মানুষ যাহারা
মানবতা নাই মানে।
আগের দিনের মাঠ ঘাট পথ
কতই সবুজ ছিলো,
এখন সবই গোড়া মাটিতেই
সব কিছু ঢেকে দিলো।
হৃদয় মনেতে মমতা দানিতে
কত যে লাগিত সুখ,
আজিকার দিনে সব লুঁকিয়েছে
কেবলি প্রাণেতে দুখ।
সরল সত্য মানুষ সেদিন
বিড়াজিত সব সনে,
নাহি আজ সুখ জীবন যে যায়
আঘাৎ দাণিছে মনে।
মায়া ভরা বুক ছিলো কত সুখ
দিনে কালে সব ছাড়,
অসৎ মানুষে লুটিছে ফানুসে
তছ নছ করে বার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com