• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫

আগুনে পুড়ে ধ্বংসস্তুপ পঞ্চগড় বিএনপি অফিস, পালিয়ে বেড়াচ্ছে নেতাকর্মীরা

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ কোটা আন্দোলনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিএনপির দলীয় অফিস আগুনে ধ্বংসস্তুপ ও ভাংচুরের শিকার হয়।ঘটনার পর এগারো দিন হলেও মেরামতে নজর নাই নেতাদের। কোটা আন্দোলনের ঘটনায় দেড় হাজার আসামী করে পুলিশের দুটি,২১০ জন আসামী করে স্থানীয় এক যুবকের করা আরেকটি মামলায় গা ঢাকা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বিএনপি দলীয় অফিস গিয়ে দেখা যায়, চেয়ার,টেবিল,ব্যানার,পোস্টার,ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে।ভেঙ্গে ফেলেছে গেইট ও প্রাচীরের গ্রীল।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান,কোটা আন্দোলন ছিল শিক্ষার্থীদের, আমাদেরও জাতীয় কর্মসূচি ছিল দলীয় অফিসে। ছাত্ররা বিক্ষোভ করছে পুলিশ টিয়ারসেল মারছে।কোন ছাত্ররা এমপির গাড়ী ভাংচুর করেছে।তার সূত্র ধরে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে ভাংচুর করেছে।তারপরও বিএনপি নেতাকর্মীদের উপর তিনটি মামলায় ১৭০০ আসামী করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০ জনকে আটক করা হয়েছে। অফিসের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি তবে অফিসে কোন কিছু নাই চেয়ার,টেবিল,ছবি,আলমিরা টেলিভিশন সব পুড়িয়ে দেওয়া হয়েছে।দল থেকে মামলার প্রস্থুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com