• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০৩
সর্বশেষ :
ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন মৎস্য গবেষনা ইনষ্ট্রিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী বাড়ানো সম্ভব আফগান নারীদের পরস্পরের সঙ্গে কথা বলা নিষেধ? অভিবাসী ছাড়া যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন হবে? যুদ্ধের মাঠে সৈনিকের প্রেমে স্বাস্থ্যকর্মী, একসঙ্গেই প্রাণ হারালেন তারা ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ১৩০টি বাড়ি ধ্বংস উত্তপ্ত মণিপুর, তিন সন্তানের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা! ভারতে বাড়ল পেঁয়াজের দাম পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ২৪ গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু : জাতিসংঘ

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার কামিন্দু মেন্ডিস

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও স্বদেশী প্রবথ জয়সুরিয়াকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কামিন্দু মেন্ডিস।সোমবার বিকেলে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে মার্চে আরও একবার জিতেছিলেন। সেপ্টেম্বর মাসে কামিন্দু চারটি টেস্ট খেলে রান করেছিলেন ৪৫১টি। গড় ছিল ৯০.২০। বিশেষ করে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম আট টেস্টের প্রত্যেকটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন। এছাড়া এ সময় টেস্টের ৭৫ বছরের ইতিহাসে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন। ৮ টেস্টের ১৩ ইনিংসে ১০০০ রান করে তিনি স্যার ডন ব্র্যাডম্যানের মাইলফলকও স্পর্শ করেন। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলেছিলেন। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার খেলা ১১৪ রানের ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। দল যখন ৮৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তখন শতরানের ইনিংস খেলে দলকে টেনে তুলেছিলেন। ওই টেস্টে তিনি ছাড়া আর কেউ তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি। নারী বিভাগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com