• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯

আইসিসির মাসসেরা মোতি, আতাপাততু

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

স্পোর্টস: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের মে মাসের জন্য প্লেয়ার অফ দ্য মান্থ (মাসসেরা) পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। পুরুষদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের গুঢাকেশ মোতি এবং মেয়েদের মধ্যে শ্রীলঙ্কার চামারি আতাপাততু নির্বাচিত হয়েছেন মাসসেরা। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার- ওয়েস্ট ইন্ডিজ টি- টোয়েন্টি সিরজে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য মোতি প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও আয়ারল্যান্ডের লর্কান টাকারকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ঘরের মাঠের সেই সিরিজে ৮.৫০ গড়ে ৮ উইকেট শিকার করেছিলেন মোতি। হয়েছিলেন সিরিজ সেরাও। সতীর্থ শামার জোসেফের পরে, দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় গুঢাকেশ মোতি বলেছেন, “এটা আমার কাছে অনেক কিছু এবং আমি এই পুরস্কার জিতে খুব খুশি। এটা খুবই উৎসাহজনক, এই মৌসুমে আমি অনেক কাজ করেছি এবং আমি খুশি যে এখন ফলাফল দেখতে পাচ্ছি।” মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গত মাসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে শ্রীলঙ্কাকে মূল পর্বের টিকেট এনে দেওয়ার পথে বড় অবদান রাখেন আতাপাততু। গত মাসে চার টি-টোয়েন্টি খেলে ১৫১ রান করেন এই অলরিউন্ডার। সঙ্গে অফ স্পিনে নেন ৬ উইকেট। এর পুরস্কার হিসেবে নারীদের ক্রিকেটে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ইংল্যান্ডের সোফি এক্লেস্টোনকে পেছনে ফেলে মে মাসের সেরা হয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় চামারি আতাপাত্তু বলেন, “আমি আবারও আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত। এই স্তরে ক্রমাগত স্বীকৃতি আমাকে ভালো পারফরম্যান্স ও খেলা চালিয়ে যেতে আরও অনুপ্রাণিত করে।”


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com