স্পোর্টস: নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা পায় শ্রীলঙ্কা। ওই হারের শোকের সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্রে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা অন রেকর্ডেই বলেছেন, নিউ ইয়র্কে তাদের ভ্রমণসূচি ও লজিস্টিক্যাল ব্যবস্থায় নানা ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। শুক্রবার শ্রীলঙ্কা জানালো, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ দলের সঙ্গে ‘ভিন্ন আচরণ’ করার অভিযোগ করেছে আইসিসির কাছে। ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডোর অভিযোগ, অন্য দলগুলো ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। ফ্লোরিডা বিমানবন্দরে ফ্লাইট সাত ঘণ্টা বিলম্বিত হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিরোধিতা প্রকাশ করেছে। হারিন বলেন, নিউ ইয়র্কে পৌঁছার পর তারা জানতে পারেন, টিম হোটেল থেকে অনুশীলন স্টেডিয়ামের দূরত্ব ৯০ মিনিটেরও বেশি পথ। অন্যদিকে ভারতীয় দলের অনুশীলনের স্থান ও হোটেল কাছাকাছি। ফার্নান্দো দেশের পার্লামেন্টে জানান, ‘শ্রীলঙ্কা আইসিসির কাছে অভিযোগ করেছে। অন্য দেশগুলোর সঙ্গে অন্যরকম আচরণ করা হচ্ছে। আর আমাদের সঙ্গে ভিন্ন রকম। আমরা টুর্নামেন্টের আয়োজকের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি।’ শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় দলের মঙ্গলে একজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত করেছেন বলে হারিন যোগ করেন। এএফপি শ্রীলঙ্কার অভিযোগের প্রেক্ষিতে আইসিসির মন্তব্য জানতে চেয়েও সাড়া পায়নি। বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, ক্রিকেট দলের প্রতি বিরূপ আচরণের বিরুদ্ধে শ্রীলঙ্কার পার্লামেন্ট একসঙ্গে লড়বে। তিনি বলেন, ‘আমরা এই অবিচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না।’ সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য অ্যাঞ্জেলো ম্যাথুজ স্থানীয় ব্রডকাস্টার আদা দেরানা টিভিকে জানান, গত কয়েক দিন ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘অনুশীলনের ব্যব্যবস্থাপনা ভালো নয়। উইকেটও বাজে। গত চার-পাঁচদিন আমাদের জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং। ফ্লাইট বিলম্বিত হওয়ার কারণে আমাদের অনুশীলন বাতিল করতে হয়েছে। আমরা এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। আমরা একটি দল যারা সব বাধা পেরিয়ে জিতেছে। আমরা এসব প্রতিক‚লতাকে পেছনে ফেলে পরের ম্যাচে ভালো করতে চাই।’ আগামীকাল শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। বিস্ময়কর ব্যাপার হলো, চার গ্রæপ ম্যাচ তারা ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলবে।
https://www.kaabait.com