• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭

আইসিইউতে বাবা, দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: রমজানের শুরুটা ভালো হয়নি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পরপরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। যেখানে ভক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি। নুসরাত ফারিয়া লিখেছেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এর আগে গেল মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রæয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রæত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি জানান, ‘ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভোগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। গত বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com