স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু আহমেদাবাদের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মারা দল। সেই ম্যাচে ওয়ার্নার খুব বেশি রান করতে পারেননি। কিন্তু অন্য ওপেনার ট্রেভিস হেড ১২০ বলে ১৩৭ রান করেন। সহজেই ২৪১ রান তাড়া করে জিতে নেয় অস্ট্রেলিয়া। এবার আইপিএল খেলতে এসে দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার বলেছেন, ‘আমরা আইপিএলে নিয়মিত খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।’ ফাইনাল ম্যাচ আহমেদাবাদে হওয়ায় সুবিধা হয়েছিল বলে মন্তব্য করেন ওয়ার্নার, ‘আমাদের কিছু হারানোর ছিল না। ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভালো করে চিনতে শুরু করেছি। আমদাবাদ এমন একটা মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম। বুকের উচ্চতায় বল করছিলাম। ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম মেলবোর্নকে মাথায় রেখেই। সেই কারণে সহজে দুই রান নিতে পারছিলাম।’
https://www.kaabait.com