• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৮

অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান জিম্বাবুয়ে দলে

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: জিম্বাবুয়ের ক্রিকেটে মহীরূহদের একজন অ্যালিস্টার ক্যাম্পবেল। খেলোয়াড় ও ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি অনেকবারই। এবার তার ছেলেও আসছেন বাংলাদেশে খেলতে। এই সফরের দল দিয়েই প্রথমবার জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়কের ছেলে জোনাথান ক্যাম্পবেল। ২৬ বছর বয়সী জোনাথান লেগ স্পিনিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি খেলেছেন ২৬টি টি-টোয়েন্টি। খেলেছেন তিনি জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়েও। ১৫ সদস্যের দলে নতুন মুখ একটিই। গত মার্চে আফ্রিকান গেমসে সোনাজয়ী জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন জোনাথান। জোনাথানের সঙ্গে ওই ইমার্জিং দলে থাকা ক্লাইভ মাডান্ডে ও ব্রায়ান বেনেটও আছেন বাংলাদেশ সফরের দলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে দুজনেরই। ২৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান মাডান্ডে খেলেছেন ১৫ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি। ২০ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার বেনেট খেলেছেন ৬টি টি-টোয়েন্টি। আইপিএল থেকে ফিরে বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলতে পেরেছেন এই অলরাউন্ডার। রাজা ছাড়াও রায়ান বার্ল, শন উইলিয়ামস, বেøসিং মুজারাবানি, ক্রেইগ আরভিন, রিচার্ড এনগারাভার মতো অভিজ্ঞ ও নিয়মিত ক্রিকেটাররা আছেন এই সফরে। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরাম ও ব্যাটসম্যান টাডিওয়ানাশে মারুমানি। সবশেষ গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি খেলেছিল জিম্বাবুয়ে। সেই দল থেকে বাদ পড়েছেন টিনাশে কামুনহুকামউই, মিল্টন শুম্বা, কার্ল মুম্বা ও টনি মুনিয়োঙ্গা। আগামী রোববার বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ে দলের। সিরিজ শুরু ৩ মে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে, পরের দুটি মিরপুরে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলছে বাংলাদেশ। এই সিরিজের জন্য শুক্র, শনি ও রোববার চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করবে ১৭ সদস্যের প্রাথমিক দল। এরপর ঘোষণা করা হবে সিরিজের চ‚ড়ান্ত দল। ২০ দলের বিশ্বকাপেও এবার জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা ও নামিবিয়া।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, বেøসিং মুজারাবানি, আইন¯িø এনডলোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com