• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮

অ্যাপ চালু হাতির আক্রমণে মৃত্যু কমাতে

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যুহার কমানোর উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্য। সেখানে এরইমধ্যে এ ব্যাপারে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটি হাতির পালের সংস্পর্শে আসা থেকে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করবে। এর ফলে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ভারতের মধ্যে আসাম রাজ্যে সবচেয়ে বেশিসংখ্যক হাতি রয়েছে। বন্য হাতির পালের আক্রমণে প্রতিবছর ওই রাজ্যে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি মানুষের হাতেও অনেক হাতির মৃত্যু হয়। বন্য প্রাণী সংরক্ষণবাদীরা বলছেন, আসামে বন্য হাতি আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। কারণ হিসেবে বলা হচ্ছে, হাতিদের আবাসস্থল সংকুচিত হচ্ছে এবং তাদের চলাচলের ঐতিহাসিক করিডর দখল হয়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আসামে এক হাজার ৭০১ জনের প্রাণহানি ঘটেছে। গত মার্চে হিন্দুস্তান টাইমস সরকারি পরিসংখ্যানের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আসাম রাজ্যে চালু করা অ্যাপটি তৈরি করেছে উত্তর-পূর্ব ভারতের জীববৈচিত্র্যবিষয়ক সংস্থা অরণ্যক। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com