স্পোর্টস: প্রচন্ড তাপপ্রবাহে স্বস্তিতে থাকার ফুরসত নেই। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও জানালেন, বাংলাদেশে আসার পর এই প্রথম এতটা গরম অনুভব করছেন তিনি। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে তাকে, সাজাতে হচ্ছে পরিকল্পনা। কাবরেরার হাতে অবশ্য সময় আছে বেশ। আগামী ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠ কিংস অ্যারেনায় এবং ১১ জুন লেবাননের বিপক্ষে কাতারে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য ‘স্বল্প সময়ের ক্যাম্প’ শুরুর কথা ভাবছেন কোচ। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ নিয়ে খেলোয়াড়রা ব্যস্ত থাকায় বেশি সময় পাবেন না কাবরেরা। জুনের একেবারেই শুরুতেই কাজে নেমে পড়ার পরিকল্পনা তার। “অল্প কয়েক দিনের জন্য ক্যাম্প করতে পারি; কেননা ২৯ মে লিগ শেষ হবে। গত মার্চে আমরা অনেকদিনের ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫টি সেশন করার সুযোগ পাব। এরপর আমাদের কাতার যেতে হবে। স্বাভাবিক ক্যাম্প হবে, বিশেষ কিছু নয়।” “পরিকল্পনা আছে ১ জুন খেলোয়াড়রা রিপোর্ট করবে এবং পরদিন থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। বিপিএল শেষে এক-দুই ছুটির পর ঢাকায় অনুশীলন করব। প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই। মার্চে ভালো ক্যাম্প হয়েছে। ছেলেরা বিপিএল খেলেছে, দলের সবাই ফিট আছে।” ২৬ জন নিয়ে দল সাজাতে চান কাবরেরা। বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় জানালেন, লিগের বাকি পাঁচ রাউন্ডের খেলা এবং ফেডারেশন কাপের ম্যাচগুলো দেখে খেলোয়াড় চ‚ড়ান্ত করবেন। বাছাইয়ে সবশেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কাজী তারিক রায়হান। ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার রয়েছেন রিকভারির পথে। তাতে কাবরেরার স্বস্তিও বাড়ছে। “হ্যাঁ, তারা এই মুহূর্তে ভালো আছে। (শেখ) মোরসালিন আগের ম্যাচে খেলেছে। এটা ইতিবাচক দিক। বিশেষ করে তার জন্য, মাঠে ফিরেছে সে। আমাদের জন্যও ইতিবাচক দিক। তারিকের কিছু ব্যাপার আছে। এখনো রিকভারির মধ্যে আছে। তার ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি।” সৌদি আরবে লম্বা ক্যাম্প করে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল শেষ মুহূর্তে গোল হজম করে। ওই ম্যাচে কোচের কৌশল নিয়ে নাকি নাখোশ ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিষয়গুলো স্বাভাবিক মেনে নিজের কাজ করে যেতে চান কাবরেরা। “এটা স্বাভাবিক, তিনি প্রেসিডেন্ট। তিন দল সম্পর্কে জানতেই চাইবেন। আমি নেতিবাচক কিছু দেখছি না। আমি তার কথা শুনি, যে আমার কথা শোনে। এটাই মূল বিষয়। আমাদের ভুল থেকে আমরা শিখি। ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই।” শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে বাছাই শুরু করে বাংলাদেশ। বাছাইয়ে এখন পর্যন্ত একমাত্র পয়েন্ট কাবরেরা দল পেয়েছে লেবাননের বিপক্ষে, গত বছর নভেম্বরে ঘরের মাঠে ১-১ ড্র করে। এই ১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রæপের টেবিলে তলানিতে আছে বাংলাদেশ। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৭ ও ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলিস্তিন ও লেবানন।
https://www.kaabait.com