• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:০০
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

অস্ট্রেলিয়ার রেকর্ডগড়া জয় স্কটল্যান্ডকে উড়িয়ে

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে এগিয়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া। গত বুধবার এডিনবার্গের গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৪ রান তোলে স্কটল্যান্ড। রান তাড়া করতে নেমে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার। অজিরা ম্যাচটি জেতে মাত্র ৯.৪ ওভারেই অর্থাৎ ৬২ বল হাতে রেখে। ব্যাট করতে নেমে বার্টলেটের বলে মাত্র ৬ রানেই ফিরে যান স্কটিশ ওপেনার ওলি হ্যারিস। দ্বিতীয় উইকেট জুটি থেকে ৪৪ রান সংগ্রহ করে জর্জ মান্সে এবং ব্রান্ডন ম্যাকমুলেন। ১৬ বলে ২৮ রান করে আউন হন জর্জ। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই দলীয় ৬২ রানে প্যাভিলিয়নে ফেয়েন ব্রান্ডন। স্কটল্যান্ডের অধিনায়ক বেরিংটন করেন ২০ বলে ২৩ রান। ২১ বলে ২৭ রান করেন ম্যাথিউ ক্রস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি উইকেট নেন শন অ্যাবট। ২ টি করে উইকেট নেন জেভিয়ার ব্রার্টলেট এবং অ্যাডাম জাম্পা। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ০ রানে ফেরেন অজি ওপেনার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক। তারপর ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে লন্ডভন্ড করে দেন স্কটিশদের বোলিং লাইন আপ। পাওয়ার প্লে তেই অজিরা তুলে ফেলে ১১৩ রান! ৩৪ বলে ১১৩ রানের জুটি ভেঙে আউট হন মার্শ। ১২ বলে ৫ চার ও ৩ ছয়ে তিনি করেন ৩৯ রান। ক্রিজে জশ ইংলিশ এসেও খেলতে থাকেন হাত খুলে। অপর প্রান্তে তান্ডব চালিয়ে যাচ্ছিলেন ট্রাভিস হেড। মাত্র ২৫ বলে ৮০ রান করে আউট হন হেড। তার ইনিংসে ছিলো ১২ টি চার ও ৫ টি ছক্কা। ৯.৪ ওভারেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৮০ রান করে ম্যাচ সেরা হন ট্রাভিস হেড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com