• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০

অর্জুন রামপাল ঢাকায় ফ্যাশন শো মাতালেন

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪

বিনোদন: বলিউড তারকা অর্জুন রামপাল দীর্ঘ সময় পর ১৪ বছর পরে ঢাকায় এলেন। অংশ নিলেন ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’-এর জমকালো আয়েজনে। সংবাদ মাধ্যমঅনুযায়ী গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’-এ শো-স্টপার ছিলেন অর্জুন রামপাল। এতে আপ্লুত অর্জুন কথা বলেছেন এ দেশের মানুষদের নিয়েও। অর্জুন রামপাল বলেন, ‘আমাকে আনার জন্য ধন্যবাদ। বাংলাদেশে আসার পর থেকেই ভালোবাসা পেয়ে যাচ্ছি। আর এই টিমের জন্য শুভেচ্ছা রইল। পৃথিবীর মঙ্গল হোক।’ অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন। এ প্রসঙ্গে ‘দিল চাহতা হ্যায়’খ্যাত অভিনেতা বললেন, ‘এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকসই ফ্যাশন। তাই দয়া করে আপনারা রেকভর্তি কাপড়-চোপড় কেনা বন্ধ করুন, এর চেয়ে টেকসই কিছু বেছে নেন ভবিষ্যতের জন্য।’ বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস বøু ড্রপস বাই জুরহাম আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি। অভিনেতা পরেছিলেন নীল টপস, কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোট। ফ্যাশন শোতে অংশ নেওয়া অন্য মডেলরা এদিন হাজির হয়েছিলেন অভিনব পোশাকে। অর্জুন এর আগে ২০১০ সালেএকটি কনসার্টে অংশ নিতে ঢাকা এসেছিলেন। সেসময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জিও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com