• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩

অভিনেত্রী শ্যানেন ডোহার্টি প্রয়াত

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বিনোদন: থামল ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই। গত শনিবার মারা গেছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। তার বয়স হয়েছিল ৫৩। অভিনেত্রীর মুখপাত্র লেসলির তরফ থেকে জানানো হয়েছে মৃত্যু সংবাদটি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি’। নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’ এর চরিত্র তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। পরে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। তাকে ছাড়াই ২০০০ সাল পর্যন্ত চলেছিল ওই ধারাবাহিকের আরও কয়েকটি সিজন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে জনপ্রিয়তা পান ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০২ এবং ২০০৩ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ এবং ‘ভিউ অব টেরর’ সিনেমাটি। উল্লেখ্য, নিজের শরীরে বাসা বাঁধা ক্যানসার নিয়ে ২০১৫ সালেই মুখ খুলেছিলেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারের কথা। গত বছর অর্থাৎ ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, তার শরীরে এই রোগ আরও ডালপালা ছড়াচ্ছে, তবে লড়াই থামাবেন না তিনি। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেলেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com