• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১২

অভিনেতা উদয় শঙ্কর আর নেই

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বিনোদন: প্রয়াত হয়েছেন অভিনেতা উদয়শঙ্কর পাল। উদয়শঙ্কর পাল, যাকে দেখা গেছে আত্মারামের চরিত্রে কালজয়ী চলচ্চিত্র ‘ ভুতের ভবিষ্যৎ’-এ। দরিদ্র বিহারি হাতে টানা রিকশাওয়ালার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন উদয়শঙ্কর। তার নামের আগে বসেছিল আত্মারাম কথাটি। দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন আত্মারাম। গত সোমবার সন্ধ্যায় শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাসখানেক আগেই উদয়শঙ্করের অসুস্থতার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছিলেন তার এক অনুজ ভক্ত। যার কাছে এক শান্তির ঠিকানা ‘আত্মারাম’। এরপর মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করে গেছেন তিনি। পরিবার-পরিজন বলতে তেমন কেউ না থাকায়, পাশে দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন। যারা তাদের প্রাণপ্রিয় আত্মারামকে শেষবারের মতো ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তবু থেমে গেল সেই লড়াই। অভিনেতা সুমিত সমাদ্দার উদয়শঙ্কর পালের শারীরিক অবস্থার কথা শোনার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন। বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে আনার ব্যবস্থা করা, প্রতিমুহূর্তে খবর নেওয়া, এমনকি অভিনেতার জন্য অর্থের জোগানের বন্দোবস্ত করতেও ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আত্মারামের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। সুমিত সমাদ্দার বলেন, ‘আমি ভাবতে পারছি না। এত ভালো একজন অভিনেতা। উদয়দার আরো অনেক কিছু দেওয়ার ছিল ইন্ডাস্ট্রিকে। তাঁর মতো অভিনেতার অভাব চিরদিন অনুভব করবে এই ইন্ডাস্ট্রি। শুটিং সেটের সেই মুহূর্তগুলো মনে পড়ছে ভীষণভাবে। তবে উদয়দা আমার বা আমাদের মতো শিল্পীদের হৃদয়ে চিরদিন থেকে যাবেন।’ সেই রোগা চেহারা, গালে কাঁচা-পাকা দাড়ি, চোখের ভঙ্গিতে অদ্ভুত মুনশিয়ানা। থিয়েটারের মঞ্চ থেকে পর্দায় দর্শকের হৃদয় মাতানো অভিনয়, সবার প্রিয় অভিনেতা ছিলেন উদয়শঙ্কর পাল। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com