• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:০৯
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

অপু বিশ্বাস ঢালিউডের ‘গসিপ কুইন’ : ইমন

প্রতিনিধি: / ৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঈদ উপলক্ষে তারকাদের নিয়ে প্রতিবারই আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। মজাচ্ছলে করা সেসব আড্ডায় উঠে আসে শোবিজ অঙ্গনের নানা তথ্য।  ঘটল তেমনই এক ঘটনা। এক অনুষ্ঠানে হাজির হয়ে হালের তরুণ নায়ক ইমন ঢালিউডের ‘গসিপ কুইন’ হিসেবে আখ্যা দিলেন অপু বিশ্বাসকে। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অপু বিশ্বাস এবং মামনুন হাসান ইমন। ‘এক বুক ভালবাসা’ সিনেমায় প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায়। সিনেমা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। স¤প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের গসিপ কুইন কে? এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথা বলেন। ইমন একটু হেসেই বলেন, ‘অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়। ’ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com