বিনোদন: সালমান খান আপন মর্জির মালিক। কোনো জিনিসকে একবার ভালোবেসে ফেললে আর তাকে কিছুতেই ছাড়তে পারেন না। কিন্তু এ বার সালমানের খুব প্রিয় কিছু চলে যাচ্ছে অনিল কাপুরের দখলে! রিয়্যালিটি শো ‘বিগ বস্’ দীর্ঘ দিন ধরেই এই অনুষ্ঠান সঞ্চালকের ভ‚মিকা পালন করছেন ভাইজান। এ বার সেই সঞ্চালনার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। তবে মূল শো নয়, বদল ঘটছে ‘বিগ বস্’ ওটিটিতে। ওটিটিতে আসছে তৃতীয় সংস্করণ। ওই অনুষ্ঠানের প্রথম সংস্করণের সঞ্চালক ছিলেন করণ জোহর। দ্বিতীয়টি সঞ্চালনা দায়িত্ব নিয়েছিলেন সালমান নিজে। তবে এ বার তার পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনিল। গত বৃহস্পতিবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই খবর। জিও সিনেমার অফিশিয়াল পেজে প্রকাশ করা হয়েছে ‘বিগ বস’ ওটিটির অনিল কাপুরের প্রথম লুক। যে লুক দেখেই দর্শকরা ভালোই বুঝতে পারছে যে বলিউড মেগাস্টার সালমান খানের দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন ‘নায়ক’ সিনেমাখ্যাত অভিনেতা। এর আগে ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী ছবি ‘¯øামডগ মিলিওনেয়ার’ ছবিতে রিয়্যালিটি শোয়ের সঞ্চালকে ভ‚মিকায় অভিনয় করেছিলেন অনিল। তবে বাস্তবে এই প্রথম অনিল কোনো রিয়্যালিটি শো সঞ্চালনা করতে চলেছেন। এই প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ‘বিগ বস্ ওটিটি এবং আমি যেন একটা স্বপ্নের দল। দু’জনেই তরুণ। কারণ মানুষ বলেন আমার নাকি বয়স কমছে।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে বিষয়টা অনেকটা স্কুলে যাওয়ার মতো। নতুন একটা জিনিস। আমার সব কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিগ বস্-এর ক্ষেত্রেও তার অন্যথা হবে না।’
https://www.kaabait.com