জিয়া সাঈদ
অন্বেষা বুঝি এমনই হয়
তন্ময়ে তন্দ্রায়
কখন যে রাত্রি চলে যায়
ভোর যায় সিদ্ধি শুদ্ধে
দুপুরটা নিয়ে নিলে বাধ্যবাধকতা
শুধু বিকেলটা থাকে
নতুন নন্দনে যাওয়ার ;
এই যে শীত শীত অঘ্রান
সমাগত শীতল মৌসুম
এইসব দিনে তো আবার
বিকেল থাকে না
দুপুরের পরেই ছায়া নামে
ছায়া ধরে ধরে সন্ধ্যা আসে,
হিম আসে –
আড়ষ্টতা আসে হাতে পায়
তবু যতদূর শক্তি যায় ,
স্বর যায়
কবি ডাকে –
অনিন্দ্য তুমি কোথায়….