• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৮

অনন্যা-আদিত্য বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ফের একসঙ্গে

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন তাদের প্রেমজীবন নিয়ে। তবে দুজন শিরোনামে রয়েছেন তাদের বিচ্ছেদ নিয়ে। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, প্রায় এক মাস আগে দুজনের ব্রেকআপ হয়। আর এই বিচ্ছেদের কারণ হিসেবে নাম উঠে আসে সাইফ আলি কন্যা সারা আলি খানের। সারা ও আদিত্য একসঙ্গে রাকভর পার্টি করছে, যে পার্টির ছবি রীতিমতো ভাইরাল। তবে কি অনন্যাকে ছেড়ে এবার সারার সঙ্গে রোমান্সে ব্যস্ত আদিত্য? এইসব প্রশ্নের ভিড়ে এবার গুঞ্জনের বাতাস নতুন দিকে বইতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে অনন্যার সঙ্গে ছবি পোস্ট করে আদিত্য ফের চমকে দিলেন। বুঝিয়ে দিলেন, অনন্যাই তার মনের মানুষ! সানগøাস পরা দুজনের হাসিমুখের ছবি শেয়ার করেছেন আদিত্য। যদিও ছবিগুলো একটি বিজ্ঞাপনের। স¤প্রতি একটি সানগøাসের বিজ্ঞাপনে এক হয়েছেন এই জুটি। সেই বিজ্ঞাপনই মুক্তি পেয়েছে গত শুক্রবার। যার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আদিত্য। এদিকে দুজনের নতুন ছবি দেখে ভক্তরা দাবি করছেন, সবকিছু ঠিকঠাকই আছে দুজনের। তবে নেটিজেনরা অবশ্য দাবি করছেন, আদিত্য এই ছবি পোস্ট করেছেন পেশাদার কারণে। সানগøাস ব্র্যান্ডের প্রচারের জন্যই নাকি এই ছবি পোস্ট করতে বাধ্য হয়েছেন আদিত্য। তবে তুমুল আলোচনায় থাকলেও প্রেম, ব্রেকআপ, বিরহ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতে চাননি আদিত্য বা অনন্যা কেউই। দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটি হয়ে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন দুজন। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকী চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাৎজিরা। প্রথমে কিছুটা রাখঢাক করলেও পরে একেবারে খোলামেলা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি। তবে হঠাৎ করেই দুজনের বিচ্ছেদের খবরে চমকে গেছেন তাদের অনুরাগীদেরও। এখন অনুরাগীদের প্রত্যাশা, বিচ্ছেদের এই গুঞ্জন যেন গুঞ্জন হয়েই উড়ে যায়। এক থাকুক আদিত্য-অনন্যার জুটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com