বিনোদন: চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভ‚মিকায় দেখা যাবে এই নায়ককে। ধামাকাদার এমন সব খবরের মাঝেই পবিত্র হজ পালনে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত এ তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই মক্কার উদ্দেশে রওনা হবেন এ তারকা। জলিল বলেন, ‘‘আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। আড়াই শ’ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো।’’ গেল বছর শেষদিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। সেসময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘আলহামদুল্লিলাহ, অবশেষে আসতে পারলাম। ঘুরে দেখলাম মদিনা বিশ্ববিদ্যালয়। মুগ্ধ হয়ে গেলাম সবকিছু দেখে, সুবহানল্লাহ। সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য।’ এদিকে, বর্তমানে অনন্ত-বর্ষা দু’জনেই ব্যস্ত আছেন ব্যবসায়িক কাজে। গত ৩০ মার্চ রাজধানীর নিউমার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেছেন অনন্ত। আর বর্ষাও চলতি মাসে নতুন ব্যবসা করার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর থেকে একাধিক সিনেমায় কাজ করেছেন এই জুটি। বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী-দ্য লিডার’।
https://www.kaabait.com