সমাবেশে শহর শাখার সেক্রেটারী নাসির উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, শহর শাখার আমীর জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনটির নেতারা বলেন,সারা দেশে আওয়ামী লীগের পেতাত্মারা মানুষের বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করেছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে। কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব আমাদের।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির বিভিন্ন শাখার হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।