বিনোদন: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র ট্রেলার। সিনেমাটি ঘিরে তৈরি হওয়া হাইপ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে সদ্যঃপ্রকাশ হওয়া ট্রেলারটি। অ্যাকশন, যুদ্ধ, প্রতিশোধ আর দেশপ্রেমের মোড়কে তৈরি ট্রেলারটি ইঙ্গিত দিচ্ছে, ঈদে বেশ বড় ধামাকাই নিয়ে আসছেন অক্ষয়-টাইগার। মুক্তিপ্রাপ্ত ট্রেলারে, অক্ষয় ও টাইগার শ্রফের মারকাটারি অ্যাকশন ও চোখ ধাঁধানো ভিএফএক্স দেখা গেছে। সেই সঙ্গে ফুটে উঠেছে দেশপ্রেমের চিত্র। দুই চৌকস অফিসারের একজনের প্রতিভার চেয়েও বড় তাঁর ইগো (টাইগার), তো অপরজনের ইগোই তাঁর প্রতিভা (অক্ষয়)- এমনটাই বলতে শোনা গেছে ট্রেলারে। তবে ট্রেলারে সবচেয়ে বড় চমক ছিলেন মালয়ালাম থ্রিলার কিং পৃথ্বিরাজ সুকুমারন। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর ভয়ানক লুক রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের। এদিকে ট্রেলারটি প্রকাশের পর থেকেই ঝড়ের গতিতে মন্তব্য আসতে শুরু করেছে অনুরাগীদের। কেউ বলছেন বছরের সেরা অ্যাকশন প্যাকেজ নিয়ে এলেন অক্ষয়-টাইগার। কারো মতে, ঈদের সেরা উপহার এটাই। কেউ বা বলছেন, বলিউডের পুরনো খিলাড়ি অক্ষয়ের সঙ্গে এই প্রজন্মের খিলাড়ি টাইগারের মেলবন্ধন দারুণ মানিয়েছে। সিনেমাটি ঘিরে গত এক মাস ধরেই ব্যাপক প্রচারণায় নেমেছেন অক্ষয় ও টাইগার। যেখানেই যাচ্ছেন, একসঙ্গেই যাচ্ছেন দুজন। অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে রিয়ালিটি শো, সব জায়গায় প্রচার করে বেড়িয়েছেন ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র। অবশেষে ট্রেলারে দেখা গেল দুজনের ডেডিকেশনের ছাপ। যার ফলে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দ ও অমিতাভ বচ্চনের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ নামেই তৈরি হয়েছে অক্ষয়-টাইগারের সিনেমাটি। তবে সেই সিনেমার সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই। ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমাটি প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা। এতে আরো অভিনয় করেছেন মানুসী চিল্লার, সোনাক্ষী সিনহা, আলায় এফ প্রমুখ। ঈদের ছুটিতে অর্থাৎ ১০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
https://www.kaabait.com